snapshot-1

আবুল কালাম আজাদ স্বাধীন:
সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী জনমত গঠনের লক্ষ্যে নোয়াখালী জেলা তথ্য অফিস ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান ও চলচিত্র প্রদর্শন করা হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ইলিয়াছ শরীফ পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, ভাইস চেয়ারম্যান নিলুপার মমিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চু, জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মো: শামছুদ্দিন।