1471439825
নিজস্ব প্রতিনিধি,
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পানিতে ডুবে সাবিনা আক্তার (৭) ও সকিনা আক্তার (৩) নামের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার শিমুলীয়া গ্রামের সিদ্দিক ব্যাপারী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত সাবিনা আক্তার ও সকিনা আক্তারের বাড়ী সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের শাহিদা বেগমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নাটেশ্বর থেকে নিজেদের মা’এর সাথে শিমুলীয়া গ্রামে নানার বাড়ী ভেড়াতে আসে সাবিনা ও সকিনা। পরে সন্ধ্যার পর থেকে তাদের ওই বাড়ীর কোথাও দেখতে না পেয়ে চারদিকে খোজাখুঁজি করে পরিবারের লোকজন। এর একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে তাদের নানার বাড়ীর পুকুরের মধ্যে সাবিনা ও সকিনার মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে ওই বাড়ীর লোকজন।

জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/০৯ অক্টোবর ২০১৬