companigonj-noakhali-pic_08_10_2016-1

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৫বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামী মাদক স¤্রাট মোঃ জাফর প্রকাশ শেখ আহাম্মদ নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার রাতে বসুরহাট বাজারের জিরো পয়েন্ট থেকে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক রবিউল হক তাকে গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্ত আসামী শেখ আহম্মদ চরহাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত আবদুল রশিদ ছেলে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ ফজলে রাব্বী জানান,মাদক স¤্রাট মোঃ জাফর প্রকাশ শেখ আহাম্মদকে মাদক দ্রব্য বিশেষ ক্ষমতা আইনে ৫বছরের সশ্রম কারাদন্ড নোয়াখালী দায়রা জজ বিচারক। সে দীর্ঘদিন আত্ম-গোপনে থাকার পর শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বসুরহাট জিরো পয়েন্ট থেকে তাদে আটক করা হয়।
জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/০৮ অক্টোবর ২০১৬