1471439825
নিজস্ব প্রতিনিধি,
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় পুকুরের পানিতে ডুবে সোবা আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল পৌনে ১২টার দিকে বানুয়াই গ্রামের জব্বর সাহেবের বাড়ীর পুকুর থেতে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত সোবা আক্তার ওই বাড়ীর মো. সোহাগ মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার পর থেকে সোবাকে বাড়ীর কোথাও দেখতে না পেয়ে চারদিকে খোজাখুঁজি করে পরিবারের লোকজন। এর একপর্যায়ে তাদের বাড়ীর পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় সোবার লাশ দেখতে পেয়ে উদ্ধার করে।
শিশু সোবার অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/০৮ অক্টোবর ২০১৬