জাতীয়, বিজ্ঞান প্রযুক্তি | তারিখঃ October 8th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 721 বার

ই-গভর্নেন্স ও গুড গভর্নেন্স কার্যক্রমকে শক্তিশালী করতে দেয়া হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। স্মার্ট কার্ড অপব্যবহার করার কোনো সুযোগ নেই জানিয়ে প্রকল্পের মহাপরিচালক বলছেন অপব্যবহার ঠেকাতে মূল তথ্যভাণ্ডারকেও সুরক্ষিত করা হয়েছে।
সরকারি সেবা, অপরাধী শনাক্তকরণ, টিআইএন, ব্যাংক হিসাব, যানবাহন নিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিসহ মোট ২২ ধরণের সেবার ক্ষেত্রে এই কার্ড কাজে লাগবে। একে বলা হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। আগামী বছরের মধ্যে সব ভোটারের হাতে কার্ডটি পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
২০০৭ সালে দেশে শুরু হয় ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন কাজ। পরে আরো কিছু তথ্য যোগাড় করে সেটাকে রূপ দেয়া জাতীয় পরিচয়পত্রে। কিন্তু পেপার লেমিনেটেড পরিচয়পত্রটি সেবা প্রাপ্তিতে সাড়া ফেললেও কিছু সীমাবদ্ধতার কারণে শুরু হয় অপব্যবহার।
কিন্তু স্মার্ট জাতীয় পরিচয়পত্রে তিন স্তরে ২৫টি নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। পলিকার্বনেট উপাদানে তৈরি কার্ডটির আয়ুষ্কাল অন্তত ১০ বছর। এ কার্ডকে আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করতে নেয়া হয়েছে ২০টি প্রতিষ্ঠানের স্বীকৃতি। এটি কোনোভাবেই নকল করা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে।
স্মার্ট কার্ড অনলাইন কিংবা অফলাইন দুভাবেই ব্যবহার করা যাবে। তাই সাড়ে দশ কোটি মানুষের এই তথ্য ভাণ্ডারের অপব্যবহার ও হ্যাকিং থেকে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান প্রকল্প মহাপরিচালক।
প্রাতিষ্ঠানিকভাবে এই ডেটা ব্যবহারের সুযোগ থাকলেও মূল তথ্যভাণ্ডারে কারো প্রবেশাধিকার থাকছে না।
আগামীতে ১৮ বছরের কমবয়সীদেরও স্মার্ট কার্ড দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply