companigonj_noakhali_pic_07_10_2016-2-300x181

কোম্পানীগঞ্জ : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ২০ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে সাহাবুদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাতে কবিরহাট উপজেলার ভুইয়ারহাট এলাকায় হামিদ আী ব্যাপারী বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে সাহাবুদ্দিনকে গ্রেফতার করায় সাদিয়া খাতুন হত্যা মামলার বাদি আবুল কাসেম খুশিতে আত্মহারা।

আটক মোঃ সাহাবুদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার চরকঁকড়া ইউনিয়ের ২নং ওয়ার্ডে চানমিয়া ফরাজি বাড়ির মৃত মোবারক আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক সাইফ উদ্দিনের নেতৃত্বে এস আই রবিউল হকসহ একদল পুলিশ কবিরহাট উপজেলার ভুঁইয়ারহাট এলাকার হামিদ আলী ব্যাপারী বাড়িতে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে সাহাবুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সাহাবুদ্দিন ১৯৯৬ সালে তার বোন সাদিয়া খাতুনকে পিটিয়ে হত্যা করে। ওই সময় সাদিয়া খাতুনের ছেলে আবুল কাসেম বাদি হয়ে নোয়াখালী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সুধারাম থানার ওসিকে এফআইআর হিসেবে মামলা নেয়ার জন্য আদেশ দেন। সুধারাম থানায় মামলাটি রেকর্ড করে। মামলা নং ১৪ তাং ২৪/০৩/১৯৯৬ইং। হত্যা মামলা দায়েরের পর সাহাবুদ্দিন তার নাম পরিবর্তন করে দুবাই চলে যায়। ২০০২ সালে নোয়াখালীর দায়রা জজ বিচারক ফারহানা বেগম আদালতে সাদিয়া খাতুন হত্যার মূল হোতা তার আপন ভাই মোঃ সাহাবুদ্দিনের যাবজ্জীবনের সাজা প্রদান করে। যাবজ্জীবনের রায় শুনে মোঃ সাহাবুদ্দিন দুবাই থেকে আর দেশে ফিরে আসেনি। গত কিছুদিন পূর্বে সাহাবুদ্দিন দেশে ফিরে কবিরহাট উপজেলার ভুঁইয়ারহাট সংলগ্ন হামিদ আলী ব্যাপারী বাড়িতে আত্মগোপনে অবস্থান করে। সংবাদ পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে। মোঃ সাহাবুদ্দিনের গ্রেফতারের সংবাদ শুনে নিহত সাদিয়ার ছেলে মামলার বাদি আবুল কাশেম খুশিতে আত্মহারা। তাদের পবিারের মধ্যে আনন্দের লক্ষ করা যায়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ ফজলে রাব্বী বলেন, আসামী মোঃ সাহাবুদ্দিন সাদিয়া খাতুন হত্যা মামলার আসামী। সে তার আসল নাম গোপন করে মোঃ গিয়াস উদ্দিন নাম ধারন করে দুবাইতে ছিল দীর্ঘদিন। দেশে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে কবিরহাট উপজেলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় যাবজ্জীবনের সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

অপরদিকে পুলিশ উপজেলার মুছাপুর ৭নং ওয়ার্ডে সহকর্মী আজাদ হত্যা মামলায় জামাতা ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল, মনির আহাম্মদের ছেলে শাহজাহান ও তার জামাতা নুর নবীর ছেলে কামাল উদ্দিন ছুট্টি।