lass-1
নিজস্ব প্রতিনিধি,
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার হরিণী ইউনিয়ন থেকে অজ্ঞাত (২৩) এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বয়ারচর এলাকার মেঘনা নদীর মোহনা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি সি-ট্রাকের লোকজন মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখে। পরে তারা বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, যুবকের লাশটি সম্পূর্ণ গলে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, অনেক দিন আগে দূর্বৃত্তরা ওই যুবককে হত্যার পর মেঘনা নদীতে পেলে দেওয়ায় লাশটি ভাসতে ভাসতে এই স্থানে এসেছে।

জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/০৬ অক্টোবর ২০১৬