images
বেলাল হোছাইন ভূঁইয়া:
নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রতিহিংসার জের ধরে দুর্বৃত্তরা এক মৎস্য ব্যবসায়ীর খামারে রাতের বেলায় বিষ ঢেলে বিভিন্ন জাতের ৫ লক্ষ টাকার মাছ নিধন করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার আলোকপাড়া গ্রামের ওসমান আলী সরকার মৎস্য খামারে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা যায়, উপজেলার আলোকপাড়া গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে ওসমান আলী সোনাইমুড়ী বাজারে দীর্ঘদিন ধরে আল্লাহ ভরাসা ভাই ভাই মৎস্য আড়ৎ নামীয় প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা করার পাশাপাশি তিনি বিভিন্ন পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করে আসছিলেন।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা প্রতিহিংসার জের ধরে তার ৪টি মাছের খামারে বিষ ঢেলে দেয়। এতে বিভিন্ন জাতের প্রায় ৫ লক্ষ টাকার মাছ মারা যায়।

এ বিষয়ে মৎস্য ব্যবসায়ী ওসমান আলী বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত কর্মকর্তা এসআই মইনুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। মৎস্য ব্যবসায়ী ওসমান আলী জানান, কে বা কাহারা প্রতিহিংসার জের ধরে তার মৎস্য খামারে বিষ ঢেলে দিয়েছে। এতে তিনি ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছেন।
জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/০৫ অক্টোবর ২০১৬