1_9425
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে ডাকাতের হামলায় এক নারীসহ ৪জন গুরুত্বর আহত হয়েছেন। এসময় ডাকাতদল ওই ঘরে ব্যাপক ভাঙচুর করে।
মঙ্গলবার দিবাগতরাত আড়াইটার দিকে দেবীসিংহপুর গ্রামের শরীয়ত উল্ল্যা মিয়াজী বাড়ীতে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- ওই বাড়ীর ছাদু মিয়ার ছেলে শরীয়ত উল্ল্যা, সালা উদ্দিন, মুন্নি আক্তার ও তুহিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ৪/৫ জনের একদল ডাকাত শরীয়ত উল্ল্যার বাড়ীতে ডুকে শরীয়ত উল্ল্যার ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় তাদের বাঁধা দিতে আসলে তারা নারীসহ ৪জনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। ডাকাতদল টাকা পয়সা না পেয়ে ওই ঘরে ব্যাপক ভাঙচুর করে।
পরে বুধবার সকালে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী জানান, খবর পেয়ে সকালে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, ক্ষতিগ্রস্থ সালা উদ্দিনের একটি জমি বিক্রি করার কথা চলছিল। ধারণা করা হচ্ছে হামলাকারীরা জমি বিক্রির টাকার জন্য ওই বাড়ীতে প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে।
জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/০৫ অক্টোবর ২০১৬