noakhali-student-death-photo-by-reyad-04-oct-1
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী জেলার শহর মাইজদীতে আত্মহত্যা কিভাবে করে তার ট্রায়াল দিতে গিয়ে প্রাণ গেল আজাহার উদ্দিন মাহী (১২) নামের এক স্কুল ছাত্রের।

মঙ্গলবার রাত ৮টার দিকে মাইজদী হাউজিং থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আজাহার উদ্দিন মাহী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আব্দুল আজিজের ছেলে। সে আল ফারুক একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল ফারুক একাডেমির সহকারি শিক্ষিকা ফেরদৌস আরা তার পরিবারের লোকজন নিয়ে জেলা শহরের মাইজদী হাউজিং ভাড়া বাসায় থাকত। মঙ্গলবার দুপুরে তার ছেলে মাহী তার কাছে জানতে চাই মানুষ কিভাবে আত্মহত্যা করে। তখন ফেরদৌস আরা বিষয়টি এড়িয়ে যান।

পরে সন্ধ্যায় তার মা নামাজ পড়ার সুযোগে তাদের বাসার একটি কক্ষে ডুকে জানালার সাথে গামছা ঝুলিয়ে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে মাহী। এসময় গামছা গলার সাথে ফেঁছিয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে মাহিকে দেখতে না পেয়ে ওই বন্ধ কক্ষের দরজা ভেঙে ভিতরে গিয়ে মাহির মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয় লোকজন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/০৫ অক্টোবর ২০১৬