hatiya-pic

মো:ফিরোজ উদ্দিন
জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ১৬ উপলক্ষ্যে হাতিয়ায় উপজেলায় স্কুল ও কলেজ পর্যায়ে ছাত্র ছাত্রীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

হাতিয়া বিদ্যুৎ সরবরাহ এর উদ্যোগে রবিবার বেলা ১২টায় স্থানীয় এএম উচ্চ বিদ্যালয় হল রুমে স্থানীয় স্কুল ও কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত।

প্রধান শিক্ষক আনম হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: মইন উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: দিদার উদ্দিন,প্রধান শিক্ষক এটিএম রফিকুল ইসলাম,প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাস প্রমুখ। উল্লেখ্য দেশব্যাপী জ্বালানী সাশ্রয় ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ভুমিকা শীর্ষক ছাত্রছাত্রীদের বক্তব্য উপস্থাপন ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/ ০২ অক্টোবর ২০১৬