নোয়াখালী | তারিখঃ October 2nd, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 460 বার

কোম্পানীগঞ্জ:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী ও জাতীয় স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাজেট ঘোষণা করেন, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আবদুল মতিন লিটন।
জাতীয় পুরষ্কারপ্রাপ্ত বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বেলায়েত হোসেন বেলাল এর সভাপতিত্বে ও পরিচালক (অর্থ) করিমুল হক সাথীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি রেয়াজুল হক লিটন, সাবেক সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন সবুজ, সদস্য নিজাম উদ্দিন টিপু, বেলায়েত হোসেন, আবদুর রহিম, মজিবুর রহমান মেম্বার, নাজিম উদ্দিন নাজিম, আবদুস সাত্তার, আবু নাছের প্রমূখ। বার্ষিক সাধারণ সভা ও বাজেট ঘোষণা শেষে সদস্যদের মধ্যে লটারীর মাধ্যমে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী ও জাতীয় স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ নির্বাচন আগামি ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে বসুরহাট পৌর মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়।
নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ৪ অক্টোবর, মনোনয়নপত্র দাখিলের তারিখ ৫ অক্টোবর, মনোনয়নপত্র বাচাইয়ের তারিখ ৬ অক্টোবর, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপীলের তারিখ ৯ অক্টোবর, মনোনয়নপত্রের আপীলের শুনানী ১৩, ১৬ ও ১৭ অক্টোবর, বৈধ প্রার্থী তালিকা প্রকাশের তারিখ ১৭ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ১৮ অক্টোবর, প্রতীক বরাদ্ধের তারিখ ১৯ অক্টোবর এবং ভোট গ্রহণ ২৯ অক্টোবর।
নির্বাচনে একজন সভাপতি,
একজন সহ-সভাপতি, একজন সেক্রেটারী ও ৯ জন সাধারণ সদস্যসহ মোট ১২জন নির্বাচিত হবেন। সমিতির মোট ভোটার ১০৫১ জন।
আবু বক্কর ছিদ্দিক পাভেল/জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/০২ অক্টোবর ২০১৬
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply