shok-2

নিজস্ব প্রতিনিধি: চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সাধারন ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল(৫৬) বৃহ¯প্রতিবার গভীর রাতে(১২টা) ঢাকার হৃদ রোগ হাসপাতালে ইন্তেকাল করেন।(ইন্নলিল্লাহে— রাজেউন)।

মৃত্যুকালে স্ত্রীসহ তিনি ৩ ছেলে ১ মেয়ে রেখে গেছেন।

শুক্রবার জুম্মার নামাজের পরে চৌমুহনী মদন মোহন স্কুলের মাঠে  জানাজা শেষে গনিপুর নিজ বাড়ীর পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।

মরহুম কামরুল চৌমুহনী বাজারের প্রবীন ব্যবসায়ী মরহুম আবদুল হক মিয়ার ২য় ছেলে। তাঁর মৃত্যুতে চৌমুহনী পৌরসভার মেয়র আকতার হোসেন ফয়সল, উপজেলা চেয়ারম্যান এডঃ আবদুর রহিমসহ ব্যবসায়ী সমিতির নেত্ববৃন্দ গভীর শোক প্রকাশ  করেছেন।

নোয়াখালীর পাতা ডেস্ক/ জিকেআরটি/১৯ ফেব্রুয়ারি ২০১৬