2-one-criminal-arrest-from-miapur-begumgonj-noakhali-with-01xlg-01xchines-kural-01xchapati-on-020005-oct-16

নিজস্ব প্রতিনিধি,
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় অভিযান চালিয়ে মীর হোসেন সুজন (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তার কাছ থেকে একটি দেশিয় এলজি, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
শনিবার দিবাগত গভীর রাতে মিয়ারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মীর হোসেন সুজন ওই এলাকার রহিম উদ্দিন পাটোয়ারী বাড়ীর রহমত উল্যাহর ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ লক্ষ্মীপুুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে মিয়ারপুল এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় রহিম উদ্দিন পাটোয়ারী বাড়ীতে অভিযান চালিয়ে সন্ত্রাসী মীর হোসেন সুজনকে গ্রেফতার করে র‌্যাব। পরে তার দেওয়া তথ্যমতে ওই বাড়ীর একটি ঘর থেকে একটি দেশিয় এলজি, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
ঘটনায় সন্ত্রাসী সুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে বেগমগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলেও জানান র‌্যাব।

জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/০২ অক্টোবর ২০১৬