নোয়াখালী | তারিখঃ October 2nd, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 456 বার

নিজস্ব প্রতিনিধি:
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে এ বছর নোয়াখালীর ১৫৮ টি পূজাম-পে পূজা উদ্যাপিত হবে। পূজাম-পগুলির প্রস্তুতি প্রায় সম্পন্ন। বেশিরভাগ মন্ডপে প্রতিমা তৈরির মূল কাজ শেষে চলছে রং তুলির কাজ।
পাশাপাশি স্টেজ সাজানো, লাইটিংসহ আনুসাঙ্গিক কাজও চলছে। আগামি ২/৩ দিনের মধ্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে ম-পগুলো। অপরদিকে নির্বিঘেœ উদ্যাপনের জন্য ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের সাথে মিটিং, পূজা উদযাপন কমিটি গঠন, বলন্টিয়ার তৈরিসহ প্রয়োজনীয় কাজও সম্পন্ন হয়েছে।
সূত্র জানায়, এ বছর জেলার ৯টি উপজেলায় মোট ১৫৮ টি ম-পে প্রতিমা পূজা ও ঘট পূজা উদ্যাপিত হবে। তারমধ্যে কবিরাহাট উপজেলার ১৬ টি, কোম্পানীগঞ্জের ১৩ টি, চাটখিলের ০৯ টি, সদরের ১৯ টি, সূবর্ণচরের ২৯ টি, হাতিয়ার ৩১ টি, সোনাইমুড়ির ১১ টি, সেনবাগের ০৪ টি ঘট পূজাসহ ১২ টি, বেগমগঞ্জের ০৫ টি ঘটপূজাসহ ১৮ টি ম-পে শারদীয় দূর্গাপূজা উদযাপিত হবে।
মাইজদী বাজার রামচন্দ্র মন্দিরের প্রধান প্রতিমা কারিগর কার্তিক পাল জানান, প্রতিমা তৈরি মূল কাজ শেষ। এখন রঙের কাজ বাকি, যা এক-দুইদিনের মধ্যে শেষ হয়ে যাবে।
নোয়াখালী জেলা পূজা উদ্যাপন পরিষদের সেক্রেটারি কিশোর চন্দ্র শীল জানান, বিভিন্ন ম-পে প্রতিমা তৈরি কাজ শেষে রং তুলির কাজসহ টুকিটাকি কাজ চলছে যা আগামি ২/৩ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তাছাড়া পূজা উদযাপনের জন্য ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের সাথে আমাদের মিটিং শেষ হয়েছে।
তিনি আরো জানান, সবার মধ্যে জঙ্গীবাদের একটা আতঙ্ক রয়েছে তার সাথে যুক্ত হয়েছে পাক-ভারত উত্তেজনা। তাই বর্তমান পরিস্থিতির আলোকে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তিনি।
এ ব্যাপারে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ জানান, হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘেœ পূজা উদ্যাপন করতে পারে সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হবে। প্রত্যেক পূজাম-পে পর্যাপ্ত পুলিশ ও আনরাসের পাশাপাশি পুলিশের মোবাইল টিম ও ভিজিলেন্স টিম কাজ করবে। ইতোমধ্যে পূজা উদ্যাপন কমিটিগুলোর সাথে মিটিং-এ আমরা এ বিষয়ে দিকনির্দেশনা দিয়েছি।
জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/০২ অক্টোবর ২০১৬
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply