companigonj-noakhali-pic_01_10_2016-2

নিজস্ব প্রতিনিধি:
‘মানি না, মানব না, ৭টি সৃজনশীল লিখব না, আমরা মানুষ, রোবট নই’ এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন শেষে সরকারি মুজিব কলেজ প্রাঙ্গণে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সানজানা আক্তার, শাহীন উদ্দিন প্রীপ্তি, সুষমিতা ভৌমিক, সুরভী, মোঃ শাকিল প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা অবাক হই, খুঁজে পাই না কুল কিনারা, লিখবো ২ঘন্টায় ৭টি সৃজনশীল উত্তর’ উল্লেখ করে বলেন, এত অল্প সময়ে আমরা ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখবো কি করে। সর্বোচ্চ ২/৩টি প্রশ্নে সৃজনশীল প্রশ্নের উত্তর দেয়া যেতে পারে।

চলছে পৃষ্ঠা পূরণ করার অযৌক্তিক-নিষ্ঠুর প্রতিযোগিতা। তাই ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের উপর মানসিক অত্যাচার বন্ধ করতে হবে। শিক্ষা ব্যবস্থার বার বার পরিবর্তন বন্ধ না করলে আমরা বৃহৎ আন্দোলন যেতে বাধ্য হবো।

জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/০১ অক্টোবর ২০১৬