নোয়াখালী | তারিখঃ September 30th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 404 বার

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর বৃহত্তর বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক রুদ্র মাসুদের বাসায় দিনের বেলায় ফের চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ৮ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে চৌমুহনীস্থ ব্যাংক রোড এলাকার ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক রুদ্র মাসুদের মা জানান, দুপুরের খাওয়া খেয়ে তিনি একই বিল্ডিংএর নিচের তলার একটি ইউনিটে যান। ঘন্টাখানের পর বাসায় এসে দেখেন দরজার কড়া ভাঙ্গা। তিনি ভিতরে গিয়ে দেখেন দেখেন স্টিলের আলমিরার লকার ভাঙ্গা এবং সকল জিনিসপত্র তছনছ অবস্থায় রয়েছেন।
পরে তিনি খোঁজ নিয়ে দেখেন আলমিরাতে থাকা তাঁর ও তার বড় পুত্রবধুর ৮ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক ঢাকায় অবস্থানরত তার বড় ছেলেকে জানান। পরে বিষয়টি বেগমগঞ্জ থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি আরো জানান, চলতি বছরের জানুয়ারি মাসেও একই কায়দায় বাসায় দিনে দুপুরে চুরি হয়েছে। ওই সময় টাকা, স্বর্ণালংকার ও তার বড় ছেলের বিদেশি পাসপোর্ট, দুটি ল্যাপটপ নিয়ে গেছে। ওই ঘটনায় থানায় মামলা হলেও অদ্য পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, আগের মামলা সমন্ধে তিনি কিছু জানেন না। তবে গতকালকের চুরির ঘটনা জানার পর তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন এবং থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/৩০ সেপ্টেম্বর ২০১৬
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply