_91418816_5757c14a-5af0-4cb9-8d82-cb00e99c7505

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতের পদক্ষেপকে নিন্দা জানিয়ে বলেছেন ভারত বিনা প্ররোচনায় হামলা করেছে। পাকিস্তানের সেনাবাহিনী ভারতের ‘সার্জিকাল স্ট্রাইকস’ এর বর্ণনাকে অস্বীকার করে এটাকে একটা বিভ্রম বলে আখ্যা দিয়েছে।

তারা বলছে আজ সকালে ভারতের সেনাবাহিনীর সাথে গোলা-গুলিতে দুইজন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হচ্ছে অভিযুক্ত সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে যে সার্জিকাল স্ট্রাইকসের কথা বলা হচ্ছে সেটা একটা বিভ্রম, একটা মিথ্যা প্রভাব সৃষ্টির জন্য এটা ভারতের ইচ্ছাকৃত ভাবে করা।

এর আগে ভারতের সেনাবাহিনী থেকে বলা হয়েছিল ঐ অভিযানে সন্ত্রাসী ও তাদের যারা সাহায্য করতো তাদের হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য।

কিন্তু পাকিস্তান ভারতের পক্ষ থেকে সীমান্তে এ ধরণের হামলার কথা অস্বীকার করেছে। তারা বলছে ভারতের সেনাবাহিনীর সাথে গোলা-গুলিতে দুইজন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে।

এ মাসের শুরুতে ভারতের সেনা ঘাটিতে জঙ্গি হামলায় ১৮ জন সৈন্য নিহত হওয়ার পর ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।