নোয়াখালী | তারিখঃ September 29th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 440 বার

সেনবাগ প্রতিনিধি:
নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ইউনিয়নের মহিলা মেম্বার সহ নব নির্বাচিত ৯জন মেম্বার। উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত হয়ে এ অভিযোগ দায়ের করনে।
অভিযোগ সুত্রে জানাগেছে, হত দরিদ্র, গরীব দুখী ও দুস্থদের নাম বাদ দিয়ে চেয়ারম্যান ও সচিব তাদের আতœীয় স্বজনদের নামে ১০টাকা কেজি চালের কার্ড বরাদ্ধ দিয়ে দিয়েছে। পরিষদের সচিব স্বেচ্ছাচারিতার মাধ্যামে চালচাতরী করিয়া পরিষদের মেম্বারদের না জানিয়ে যা তৈরী করিয়াছে। এছাড়া নির্বাচনের পর এল জি এস পির ব্যাপারে পরিষদের কোন সদস্যদের সাথে আলোচনা না করিয়া এবং ক্নো কাজ না করিয়া এল জি এস পির টাকা উত্তোলন করিয়া আতœসাত করিয়াছে বলেও মেম্বাররা অভিযোগ পত্রে উল্লেখ করে। যা তদন্ত পুর্বক ব্যাবস্থা গ্রহণ করিতে নব-নির্বাচিত মেম্বাররা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানান।
নব নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম কিবরিয়া পলাশ বলেন, আমি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও পরিষদের বর্তমান মেম্বার হওয়া সত্তে¡ও এলাকার হত দরিদ্রদের মাঝে বিতরণ করার জন্য আমাকে কোন একটি কার্ডও দেয়নি বলে অভিযোগ করেন।
এ ব্যাপারে পরিষদের সচিব নুরুল আমিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করাহলে তিনি জানান, আমি বাসে আছি নেমে কথা বলবো বলে ফোন কেটে দেন।
নবীপুর পরিষদের চেয়ারম্যান বেলায়োত হোসেন সোহেল সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি উপজেলায় একটি মিটিং থাকায় কোন কথা বলতে পারে নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যলয়ে যোগাযোগ করা হলে তারা জানান, এ ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে।
জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/২৯ সেপ্টেম্বর ২০১৬
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply