25843fdde7db4554bf5fc8f1c2fc094f

আইসিটি সেক্টরে উল্লেখযোগ্য উন্নয়নের কারণে ভারতের পর এবার প্রতিবেশি দেশ ভুটানও বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিতে আগ্রহী। এ লক্ষ্যে ইতোমধ্যে ভুটান থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা এসেছে।

ব্যান্ডউইথ নেয়ার বিষয়ে কারিগরি সম্ভাব্যতা যাচাই, দুই দেশের মধ্যে টেলিযোগাযোগ উন্নয়ন এবং এ খাতে উভয় দেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করে প্রতিনিধি দলটি আগামী শুক্রবার দেশে ফিরে যাবে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিএসসিসিএল জানায়, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের ভুটান সফরের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সফরে আসে ভুটান সরকারের প্রতিনিধি দল। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তারা বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন দিক ঘুরে দেখবেন। প্রতিনিধি দলটি এরই মধ্যে বিএসসিসিএলের এমডি, বিটিআরসি, এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সভা শেষ করেছেন।

এসব বৈঠকে তারা টেলিযোগাযোগ খাতের উন্নয়নে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয় চিহ্নিত করার পাশাপাশি বিএসসিসিএল থেকে আইপি ব্যান্ডউইডথ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইসহ বিস্তারিত কারিগরি সিদ্ধান্ত নিতে বিএসসিসিএলের বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিনিধি দলটি।

এ প্রসঙ্গে বিএসসিসিএল-এর এমডি মনোয়ার হোসেন বলেন, ভুটানের প্রস্তাবের প্রেক্ষিতে আমরা আলোচনা করতে যাচ্ছি। তাদের কতটা চাহিদা রয়েছে বা কত টাকায় তারা কিনতে ইচ্ছুক এসব আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরো বলেন, ভুটান এখন চীন না ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি করছে আমরা জানি না। এমনকি কত টাকায় তারা কিনছেন তাও জানা নেই। যদি তারা অন্য দেশ থেকে উচ্চ দামে ব্যান্ডউইথ কেনে তাহলে আমাদের কাছে তাদের চাহিদা অনেক বেশি হবে বলে মনে করছি। তবে আমাদের দেশেও ব্যান্ডউইথের চাহিদা বেড়েছে। তাই সবকিছু বিবেচনা করে রফতানির ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়া হবে।