image_150839
নিজস্ব প্রতিনিধি,
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় একটি নির্মাণাধীন সেফটি ট্যাংকে কাজ করতে নিমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মোতালেব হোসেন (২৭) নামের এক শ্রমিক নিহত হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের ভাই ভাই ম্যানশনে এ ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন কুড়িগ্রাম জেলার মায়াবন্দন ইউনিয়নের আপোয়ারখাতা গ্রামের মোজাহার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৫নং ওয়ার্ডের হোসেন মিয়ার ভাই ভাই ম্যানশনে শ্রমিকের কাজ করছিলেন মোতালেব’সহ কয়েকজন। প্রতিদিনের ন্যায় সকালে মোতালেব ওই ম্যানশনের নির্মাণাধীন সেফটি ট্যাংকের ভিতর কাজ করার জন্য প্রবেশ করে। এসময় ট্যাংকের ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে যায় মোতালেব।
পরে খবর পেয়ে অন্য শ্রমিকদের সহযোগিতায় পুলিশ মোতালেবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়দেব জানান, নিহত শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সিফটি ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/২৮ সেপ্টেম্বর ২০১৬