senbag-g

সেনবাগ প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমিরমুন্সির হাট হইতে দক্ষিণে ইয়ারপুর গ্রামের মাওলা
মেম্বারের টেক পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অবৈধ গ্যাস পাইপ লাইন উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম।
গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউট কোম্পানীর নোয়াখালী অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানাজার (ডিজিএম) প্রকৌশলী মোঃ সোলাইমানের নেতুৃত্বে বিপুল সংখ্যক শ্রমিক পুলিশ পাহারায় মাটিতে পোতা ওই অবৈধ ভাবে গ্যাস সংযোগ পাইপ গুলো তুলে নেন।

বাখারাবাদ গ্যাস নোয়াখালী অফিসের ডি.জি.এম. মোঃ সোলাইমান জানান- কে বা কাহারা ঈদুল আযাহার আগে রাতের অন্ধকারে অবৈধ ভাবে নিম্মমানের পাইপ দিয়ে প্রায় দেড় কিলোমিটার পাইপ মাটিতে পুতে।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর তারিখ রাত চারটার দিকে তিন শ্রমিককে গ্রেফতার করে সেনবাগ থানা পুলিশ ও একটি জেনারেটর আটক করা হয়। অবশেষে মঙ্গলবার বাখারাবাদ গ্যাস কোম্পানী সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধ্যমে ওই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন। এসময় প্রায় ৪লাখ টাকার অবৈধ পাইপ জব্দ করা হয়।

জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/২৮ সেপ্টেম্বর ২০১৬