_69394_24-06-15_noakhali-senbag_13661

নিজস্ব প্রতিনিধি,
নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৭মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিন আলম এ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আবুল হাশেমের ছেলে মো. মামুন (৩০), শাহাব উদ্দিনের ছেলে মাঈন উদ্দিন (৩১), ফকির আহমদের ছেলে সুজন (২৫), একই ইউনিয়নের রাজারামপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন (২৮), লোকমান হোসেনের সাইফুল ইসলাম (৩২), লোকমান হোসেনের ছেলে দেলোয়ার হোসেন রাজু (২৭) ও দক্ষিণ রাজারামপুর গ্রামের আবুল খায়েরের ছেলে আবু সুফিয়ান (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১পিস ইয়াবাসহ ৭মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেককে ১বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিন আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত আসামীদের কারাগারে পাঠানোর জন্য থানায় পাঠানো হয়েছে।
জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/২৮ সেপ্টেম্বর ২০১৬