1405506902
নিজস্ব প্রতিনিধি,
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজের সহপাঠিদের সাথে ক্ষমতা দেখাতে গিয়ে অন্যসহপাঠিদের হাতে পিস্তল’সহ মো. ফরহাদ চৌধুরী প্রান্ত (১৭) নামের এক কলেজ ছাত্র আটক হয়েছে। পরে তাকে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করা হয়।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চৌমুহনী এস এ কলেজে থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত মো. ফরহাদ চৌধুরী প্রান্ত চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামের স্বপনের ছেলে। সে চৌমুহনী এস এ কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে একই শ্রেণির ২ সহপাঠির সাথে তাদের নিজস্ব বিষয় নিয়ে বাকবির্তক হয়। এর সূত্রধরে মঙ্গলবার দুপুরে কলেজ চলাকালে ৭/৮ জন বহিরগত লোকজন নিয়ে কলেজ ক্যাম্পাসে আসে প্রান্ত। এসময় তারা ৩/৪টি ককটেলের বিস্ফোরণ এ ১ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ক্যাম্পাসে আতংক সৃষ্টি করে।
পরে উপস্থিত শিক্ষার্থীরা তাদের ধাওয়া করে প্রান্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, ঘটনায় আটককৃত প্রান্তর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/২৮ সেপ্টেম্বর ২০১৬