
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি স্থগিতকৃত কেন্দ্রের পূন:নির্বাচন ও ১টি সংরক্ষিত মহিলা মেম্বার পদে উপ-নির্বাচন আগামী ৩১ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে।
গত ৩১ মার্চ নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে সিরাজপুর ইউনিয়নে ৫টি কেন্দ্র, চরকাঁকড়া ইউনিয়নে ২টি কেন্দ্র ও রামপুর ইউনিয়নে ১টি কেন্দ্র স্থগিত হয়। অপর দিকে মুছাপুর ইউনিয়নের সংরক্ষিত-২ (৪,৫ ও ৬নং ওয়ার্ড) কেন্দ্রে বিনা প্রতি›দ্বীতায় নির্বাচিত বিবি ছায়েরা খাতুন নির্বাচিত হয়। গত ২৯ জুন ২০১৬ তারিখে নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার বিবি ছায়েরা খাতুন মৃত্যু বরণ করায় উক্ত কেন্দ্রে উপ-নির্বাচন হবে বলে নির্বাচন অফিস নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, দীর্ঘদিন পর সোমবার নির্বাচন কমিশন আগামী ৩১ অক্টোবর সোমবার সারাদেশের ন্যায় কোম্পানীগঞ্জ উপজেলায় স্থগিতকৃত ৮টি কেন্দ্র ও ১টি কেন্দ্রে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অফিস একটি নির্দেশনার চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।
স্থগিত কেন্দ্রেগুলো হলো, সিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে পশ্চিম মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪নং ওয়ার্ডে যোগিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ডে সিরাজপুর উচ্চ বিদ্যালয়, ৮নং ওয়ার্ডে সিরাজপুর পিএল একাডেমী, ৯নং ওয়ার্ডে শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকাঁকড়া ইউনিয়েনের ৩নং ওয়ার্ডে আমিন মেমোরিয়াল হাই স্কুল, ৫নং ওয়ার্ডে মধ্য চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (শিশু নিকেতন), রামপুর ইউনিয়নে ৫নং ওয়ার্ডে আল মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া উপ-নির্বাচন হচ্ছে, মুছাপুর ইউনিয়নের সংরক্ষিত-২ (৪,৫ ও ৬নং ওয়ার্ড) মুছাপুর ইসলামিয়া আরবীয়া মাদ্রাসা, ছোট ধলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাংলাবাজার ফোরকানিয়া ঞাফেজিয়া মাদ্রাসা।
জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/২৮ সেপ্টেম্বর ২০১৬
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply