companigonj-noakhali-pic_27_09_2016-3

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে বিবাহ নিবন্ধক ব্যতীত বিবাহ পড়ান এমন ইমামদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

উক্ত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার নোয়াখালীর উপ-পরিচালক অনুপম বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ফজলে রাব্বি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনবীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ফাউন্ডেশনের ফিন্ড সুপার ভাইজার মোঃ আবদুর রহিম, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফ্তি হাফিজ উল্যাহ, থানা মসজিদের ইমাম আবুল হাশেম চৌধুরী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ।

প্রশিক্ষণে আইনানুযায়ী মেয়েদের ক্ষেত্রে ১৮ ও ছেলেদের ক্ষেত্রে ২১ বছরের নিচে কারো যেন বিয়ের আয়োজন না করা হয় এ জন্য সমাজে সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/২৮ সেপ্টেম্বর ২০১৬