up-1

মোঃ হারুন:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি নির্বাচনের স্থগিত ২৭ কেন্দ্রের ভোট গ্রহন আগামী ৩১অক্টোবর সোমবার অনুষ্ঠিত হইবে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার মনির হোসেন ও সেনবাগ উপজেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল আলম জানান, তারা এ সংক্রান্ত একটি নির্দেশনার চিঠি হাতে পেয়েছেন ।

উলে­খ্যঃ গত ২৮মে সেনবাগ উপজেলা ৯টি ইউনিয়নের ইউপি নির্বাচনের ভোট গ্রহন করার সময় বিভিন্ন দলের চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার ঘটনায় সংঘর্ষ হলে সেনবাগ উপজেলা রিটানিং অফিসার এবং নির্বাচন কমিশন ৮৩ কেন্দ্রে মধ্যে ২৭টি কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত ঘোষনা করেন। দীর্ঘ দিন পর গতকাল নির্বাচন কমিশন আগামী ৩১অক্টোবর সোমবার ২০১৬ইং স্থগিত ২৭টি কেন্দ্রের ভোট গ্রহনের সিন্ধান্ত নেন।

স্থগিত কেন্দ্রে গুলো হচ্ছে ঃ ১নং ছাতারপাইয়া ইউনিয়নের – চিলাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়,২নং কেশারপাড় ইউপির লুদুয়া সরকারী প্রাঃ বিদ্যালয়, আটিয়া বাড়ী সরকারী প্রাঃ বিদ্যালয়, কেশারপাড় সরকারী প্রাঃ বিদ্যালয়, কালারাইতা সরকারী প্রাঃ বিদ্যালয়,

৩নং ডমুরুয়া ইউনিয়নের মটুবী সরকারী প্রাঃ বিদ্যালয়, ৪নং কাদরা ইউনিয়নের হিজলী সরকারী প্রাঃ বিদ্যালয়,নজরপুর সরকারী প্রাঃ বিদ্যালয়,চাঁদপুর সরকারী প্রাঃ বিদ্যালয়, চাঁদপুর উচ্চ বিদ্যালয়, ৫নং অর্জুনতলা ইউনিয়নের নাজিরনগর সরকারী প্রাঃ বিদ্যালয়,৬নং কাবিলপুর ইউনিয়নের পুর্ব ইয়ারপুর সরকারী প্রাঃ বিদ্যালয়,ইয়ারপুর উচ্চ বিদ্যালয়, আজিজপুর সরকারী প্রাঃ বিদ্যালয়,শায়েস্তা নগর সরকারী প্রাঃ বিদ্যালয়,ফতেহপুর মনিরুন্নেছা সরকারী প্রাঃ বিদ্যালয়, ৭নং মোহাম্মদপুর ইউপির শের ই- বাংলা উচ্চ বিদ্যালয়,

তিনপুকুরিয়া আলতু মিয়া মাদ্রাসা, রাজারামপুর সরকারী প্রাঃ বিদ্যালয়,৮নং বীজবাগ ইউনিয়নের বীরনারায়নপুর ছিদ্দিক উল্লাহ সরকারী প্রাঃ বিদ্যালয়, জয়নগর উচ্চ বিদ্যালয়, কালিকাপুর সরকারী প্রাঃ বিদ্যালয়, ফকিরহাট সরকারী প্রাঃ বিদ্যালয়, নুরজাহান সরকারী প্রাঃ বিদ্যালয়, বীজবাগ সরকারী প্রাঃ বিদ্যালয়,৯নং নবীপুর ইউনিয়নের নলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

জিকেআরটি/ সেনবাগ প্রতিনিধি/নোয়াখালীর পাতা ডেস্ক/২৬ সেপ্টম্বর ২০১৬