hatia

হাতিয়া প্রতিনিধি:
হাতিয়া উপকূলীয় এলাকায় নৌডাকাতি বেড়েই চলেছে। গত রবিবার হাতিয়া দ্বীপের পশ্চিমাংশে ঢালচর সংলগ্ন মেঘনা উপকূলে হাতিয়ার কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে: কমান্ডার ওমর ফারুকের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ হাতিয়ার ৩ জলদস্যুকে আটক করেছেন। ধৃত আসামীরা হচ্ছে : সারোয়ার হোসেন বাবুল (২৪), আফছার উদ্দিন (১৮), বোরহান উদ্দিন (২০), এদের বাড়ি হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে।

এ ব্যপারে কোস্টগার্ড সদস্য নিকেশ দাস বাদী হয়ে মনপুরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০২। বাদী নিকেশ দাস তার আরজিতে উল্লেখ করেছেন, জাগলার চরের উত্তর পূর্ব দিকের মেঘনা নদী হতে ৯ জেলেকে মাছ ধরাকালীন অপহরণ করে মোবাইল বিকাশের মাধ্যমে মুক্তিপন আদায় করার পর অভিযান চালিয়ে ধৃত ৩ জলদস্যুকে আটক করা হয়।

এসময় তাদের সঙ্গে থাকা জলদস্যু রিয়াজ (২৫), ফয়সাল (২০), বিটু (২১), ইউনুছ মাঝি (৩২), হেজু (২৮), বাবুল (২৬), আলা উদ্দিন (৩০), ফারুক (২০), কাউছার (২২), করিম (৩২) পালিয়ে যায়।

এদের সকলের বাড়ি হাতিয়া উপজেলায়। বাদী ধৃত জলদস্যুদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন তাদের গডফাদার (হুকুমদাতা ও অর্থ দাতা) নাঈম উদ্দিন (৪২), পিং- মৃত তালুক মিয়া ; কাজল শেট (৪২), পিং- হাসেম সওদাগর ও তার ভাই ইউছুফ মেম্বার। সর্বসাং- চরকিং, হাতিয়া। জানা গেছে, নাঈম উদ্দিন আপের উদ্দিন হত্যা মামলার (মামলা নং- ১১ তাং-১১/০৯/১৬) ২নং আসামী ও কাজল শেট ৩নং আসামী ।

জিকেআরটি/ হাতিয়া প্রতিনিধি/নোয়াখালীর পাতা ডেস্ক/২৬ সেপ্টম্বর ২০১৬