
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দুই আঃলীগ কর্মীকে কুপিয়ে যখম করে বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করেছে
সরকার দলীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউসের সমর্থকরা। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৮ঘটিকার দিকে চর ঈশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব গামছাখালী গ্রামের মোঃ জহির উদ্দিনের বাড়ীতে।
জহির উদ্দিন উপজেলা আওয়ামীলীগের স্থানীয় এক কর্মী। স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে জহির উদ্দিনের উপর হামলা ও তার বাড়ী ঘর লুটপাট করেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
অপর দিকে গতকাল রাত ১১টার দিকে হাতিয়া পৌরসভার স্থানীয় খবির মিয়া বাজারের পাশে ওছখালী টু তমরুদ্দি প্রধান সড়কের উপর ফুয়াদ নামের এক আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় সংসদ সদস্যের সমর্থকরা। পরে থানা পুলিশ এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত মোজাহিদুল ইসলাম ফুয়াদ তমরুদ্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড উত্তর বেজুগালিয়া গ্রামের মোঃ অজি উল্যার ছেলে।
এব্যাপারে হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক ওয়ালী উল্যাহ জানান, গত কয়েক দিন ধরে স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউসের সমর্থকরা হাতিয়ার বিভিন্ন এলাকায় স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীদের উপর হামলা এবং তাদের বাড়ী ঘরে ভাংচুর ও লুটপাট করে যাচ্ছে। আহত ফুয়াদ ও জহির উদ্দিন উপজেলা আওয়ামীলীগের সক্রিয় কর্মী।
এদিকে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, পৃথক দুটি ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জিকেআরটি/ নিজস্ব প্রতিনিধি/নোয়াখালীর পাতা ডেস্ক/২৬ সেপ্টম্বর ২০১৬
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply