ju-photo-1-sm20160907173313

একমাত্র ছেলে সমশেরকে নিয়ে রহিমার অভাবি সংসার। চাতালে দিনমজুরির ভিত্তিতে কাজ করে কোনরকমে তার দিন কেটে যায়। এর পরেও একমাত্র ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য রহিমা থাকে বদ্ধপরিকর। শত অভাব অনটনেও আত্মপ্রত্যয়ে অটুট থেকে ছেলের লেখাপড়ার খরচ চালিয়ে যায় সে। একমাত্র ছেলেকে নিয়ে অভাব আর সংগ্রামের মধ্য দিয়েই চলতে থাকে রহিমার জীবন।

এদিকে রহিমার চলমান জীবনের সাথে তাল মিলিয়ে গল্পও এগিয়ে যায় সমগতিতে। কিন্তু বিপত্তি বাধ সাধে ভিন্ন জায়গায়। দৈনন্দিনের মতো চাতালে কাজ করতে গিয়ে ঘটনাক্রমে একদিন চাতালের মহাজন তমিজ আলির কাছে ধর্ষণের শিকার হয় রহিমা। আর এতেই যা হবার তা হয়ে যায়। জীবনের প্রতি বিতৃষ্ণা থেকে রহিমা আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করে। ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে।

এমনি একটি অভাবি ও সংগ্রামী জীবনের গল্প নিয়ে বাউল আতিকুর রহমান রিপন নির্মাণ করেছেন একক নাটক জননী।

ধ্রুপদী রিপনের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলী, শতাব্দি ওয়াদুত, শাহানা আক্তার, নজরুল মিয়াসহ প্রায় শতাধিক অভিনয় শিল্পী।

নাটকটি প্রযোজনা করেছেন মোঃ মেহেদী হাসান। নাটকটি শীঘ্রই মাছরাঙ্গা টেলিভিশনে সম্প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

এছাড়াও বাউল রিপনের ‘যদি এবং তাইলে’ নাটক এবং ‘নিভে গেলো জোনাকী’ টেলিফিল্ম নির্মাণ করে চলচ্চিত্র জগতে একজন নতুন ও ভিন্নধর্মী নির্মাতা হিসাবে বেশ সুনাম করেছেন।

নির্মাতা রিপন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতকত্তোর সম্পন্ন করেছেন।