20160925113739_img_7454
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ রোববার সকালে চাটখিল উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীতের এর মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চাটখিল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, বিশেষ অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌর মেয়র মোহাম্মদ উল্যাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের সম্ভাব্য সভাপতি মাসুদুর রহমান শিপন, পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর আহসান হাবিব সমির, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি সমির চক্রবর্তী, খিলপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, নোয়াখোলা ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল সোহাগ, খিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মির হোসেন মিরন, হাটপুকুরিয়া ইউপি চেয়ারম্যান এসএম বাকী বিল্লা, বদলকোট ইউপি চেয়ারম্যান সোলাইমান শেখ, রামনারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, চাটখিল কমিউনিটি পুলিশিং এর সভাপতি বিল্লাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আতিক উল্যাহ বিএসসি।

অনুষ্ঠানে বক্তারা সন্ত্রাস, জঙ্গী ও উগ্রবাদের সাথে যারা জড়িত তাদেরকে প্রতিহত ও সামাজিকভাবে বয়কট করার আহŸান জানান। একইসাথে সন্তানদের প্রতি তাদের অভিভাবকদের আরও বেশি যতœবান, নজরদারী ও বন্ধুত্বপূর্ণ আচরন করার পরামর্শ দেন।

জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/২৫ সেপ্টেম্বর ২০১৬