img_8457

আব্দুল বারী বাবলু:
উপকূলের পড়–য়াদের সবুজ সুরক্ষার আহবানের মধ্যদিয়ে উপকূলীয় জেলা নোয়াখালীর সুবর্ণচরের খাসেরহাটে অনুষ্ঠিত হল ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৬’ কর্মসূচি। শনিবার (২৪ সেপ্টেম্বর) চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমূখর পরিবেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় ছিল রচনা লিখন, কবিতা/ছড়া লিখন, পত্র লিখন, ছবি আঁকা ও সংবাদ লিখন প্রতিযোগিতা। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ‘নতুন প্রজন্মের জন্য চাই সবুজ উপকূল’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচি উপলক্ষে বিদ্যালয়ে প্রকাশিত হয় দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’র ৪র্থ সংখ্যা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন উপকূল বিষয়ক ওয়েব জার্নাল ‘উপকূল বাংলাদেশ’। উপকূলের পড়–য়াদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়ানো, সৃজনশীল মেধার বিকাশ, লেখালেখি চর্চার মাধ্যমে তথ্যে প্রবেশাধিকারসহ জীবন দক্ষতা বাড়ানো এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ। বিশেষ অতিথি থাকবেন সৈকত ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোনায়েম খান, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রুহুল মতিন, পূর্বচরবাটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: ছালেহ উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চৌধুরীর হাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ উপকূল ২০১৬ স্থানীয় বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ভেন্যু বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত বরণ তালুকদার।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সবুজ উপকূল ২০১৬ স্থানীয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক আব্দুল বারী বাবলু। কর্মসূচির পেক্ষাপট তুলে ধরেন উপকূল সাংবাদিক ও সবুজ উপকূল কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয়কারী রফিকুল ইসলাম মন্টু। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে উপকূলের সার্বিক অবস্থা তুলে ধরে বক্তব্য দেয় চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এ এম রাফিদুল্লাহ।

img_8483

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উপকূল সুরক্ষায় আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে। উপকূল অঞ্চল বিভিন্ন ধরণের প্রাকৃতিক দুর্যোগের শিকার। ঝড়-জলোচ্ছ¡াস এ অঞ্চলে প্রতি বছর হানা দেয়। এইসব কারণে আজকের পড়–য়ারা ঝুঁকির মুখে আছে। শিক্ষা ক্ষেত্রে তাদের রয়েছে নানান সমস্যা। এইসব সমস্যা মোকাবেলায় আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগানো নয়, এর পাশাপাশি চারপাশের পরিবেশ রক্ষায় সজাগ হতে হবে। পরিবেশ ও ব্যাপারে সচেতন হতে হবে। লেখালেখির মধ্যদিয়ে শিক্ষার্থীরা অনেক তথ্য আহরণের পাশাপাশি সচেতন হয়ে উঠতে পারে।

সবুজ উপকূল ২০১৬ কর্মসূচির আওতায় ৯ম-১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত ‘চারপাশের পরিবেশ সমস্যা ও উত্তরণের উপায়’ বিষয়ে রচনা লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর সাইমুন নাহার রিমু, ২য় হয়েছে একই বিদ্যালয়ের নিবেদিতা শূর, ৩য় হয়েছে হাজী মোশারফ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মাহমুদুর রহমান ইসহাক। একই শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত ‘উপকূল’ বিষয়ে কবিতা/ছড়া প্রতিযোগিতায় ১ম হয়েছে চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের ঐশি মজুমদার, ২য় হয়েছে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর এ এম রাফিদুল্লাহ আসিফ, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের অভি মজুমদার।

কর্মসূচির আওতায় ৬ষ্ঠ-৮ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত ‘সবুজ উপকূল সুরক্ষায় আমিও অংশীদার’ বিষয়ে পত্র লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের তনয় দেবনাথ, ২য় হয়েছে চরবাটা আরজি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ঐশি পাল, ৩য় হয়েছে হাজী মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মো. সুজন। একই শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত ‘আমার স্বপ্নের উপকূল’ বিষয়ে ছবি আঁকা প্রতিযোগিতায় ১ম হয়েছে চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের নিপা মজুমদার, ২য় হয়েছে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর নিবেদিতা শূর, ৩য় হয়েছে চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের পূজা মজুমদার।

৬ষ্ঠ-১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত ‘চারপাশের যেকোন বিষয়’ নিয়ে সংবাদ লিখন প্রতিযোগিতায় ১ম হয়েছে চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের তনিমা বিজয় দাস, ২য় হয়েছে হাজী মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শামীমা খানম, ৩য় হয়েছে একই বিদ্যালয়ের নবম শ্রেণীর আশিকুর রহমান।

মেধার ভিত্তিতে পাঁচ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেয়া হয়। এরা হল, চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর হাজেরা আক্তার, নবম শ্রেণীর মর্জিয়া আক্তার, অষ্টম শ্রেণীর জীবন মজুমদার, সপ্তম শ্রেণীর নাজমুন নাহার, ষষ্ঠ শ্রেণীর শেখ কামাল।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন করেছে উপকূল বাংলাদেশ। এতে মিডিয়া পার্টনার হিসাবে ছিল একুশে টেলিভিশন, দৈনিক ইত্তেফাক, ফিনান্সিয়াল এক্সপ্রেস, রেডিও ভূমি ও বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম। আইটি পার্টনার ছিল আইটি প্রতিষ্ঠান ডটসিলিকন। আয়োজনে সহযোগিতা করেছে স্কুল পড়–য়াদের লেখালেখির সংগঠণ আলোকযাত্রা।

কর্মসূচিতে স্কুল-কলেজ পড়–য়াদের পরিবেশ সচেতনতার পাশাপাশি সৃজনশীল মেধা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে পড়–য়ারা লেখালেখির মাধ্যমে নিজেদের ভাবনা প্রকাশ করে।

গত বছর সবুজ উপকূল ২০১৫ কর্মসূচির সফল সমাপ্তির ধারাবাহিকতায় এবার সবুজ উপকূল ২০১৬ কর্মসূচির যাত্রা শুরু হয়। এবার কর্মসূচির আওতায় এসেছে উপকূলের ১৪ জেলার ২৫টি উপজেলা। ২৬টি স্থানের ১১৬টি স্কুলের প্রায় ৮০ হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিচ্ছে।

এবার স্কুল-ভিত্তিক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে ভোলার সদর, তজুমদ্দিন, মনপুরা, বরিশালের মেহেন্দিগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা ও কলাপাড়া, বরগুনার বেতাগী, ঝালকাঠির কাঁঠালিয়া, পিরোজপুরের মঠবাড়িয়া, বাগেরহাটের সদর, শরণখোলা, মোড়েলগঞ্জ, সাতক্ষীরার তালা, শ্যামনগর, খুলনার কয়রা, পাইকগাছা, ল²ীপুরের কমলনগরের তোরাবগঞ্জ, হাজীরহাট, নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর, ফেনীর সোনাগাজী, চট্টগ্রামের স›দ্বীপ, বাঁশখালী, এবং কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফ।

জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/২৪ সেপ্টেম্বর ২০১৬