
নিজস্ব প্রতিনিধি:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন ঢাকাকে পরিবর্তন করার জন্য, আমি সে দায়িত্ব পালন করছি। আমার সকল যোগ্যতাদিয়ে চেষ্টা করে যাবো ঢাকাকে পরিবর্তন করার জন্য।
শনিবার বিকালে নোয়াখালীর কবিরহাট সরকারী কলেজ মাঠে নোয়াখালী জেলা আওয়ামীলীগের উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে মেয়র আনিসুল হক বলেন, সে কাজ করার সুযোগ আমাকে আমার প্রধানমন্ত্রী তৈরি করে দিয়েছেন। সুতরাং এতটুকু বলতে পারি যে, উপহার উনি আমাকে দিয়েছেন আমি আমার সর্বান্তকরণে চেষ্টা করছি। সে উপহারকে ধারণ করতে। আমার সমস্ত প্রচেষ্টা ও মেধা দিয়ে আপ্রাণ চেষ্টা করবো ।
যারা আমার জন্য, এখান থেকে শত শত মানুষ গিয়ে ঢাকাতে একাকার হয়েছেন, আমার জন্য কাজ করেছেন। আপনারা আজকে আমাকে সম্মান দিচ্ছেন। আমার কাজের মাধ্যমে ইশআল্লাহ তা আমি প্রমাণ করবো। আমি দুইটি কথা বলতে চাই। আমি এই গ্রামের ছেলে। আমার এলাকার একসঙ্গে এত তরুণ আর পাবো কিনা জানি না। তাদের জন্য আমি শুধু এটুকু বলতে চাই। তোমরা বাবা মায়ের চোখের দিকে তাঁকাও, ওরা তোমাদের জন্য কষ্ট করছে। রাস্তায় দৌড়ানো, রাস্তায় হাঁটা জীবনের একটি সময় পর্যন্ত করে ।
কিন্তু সামনের দিকে তাঁকাও, সে তাঁকানো গ্রামের হাজার হাজার ছেলের মধ্যে দেখতে পাইনা। এ সময় যে বাবা কষ্ট করছে। আর ৪ বছর পর বাবা তোমাকে সে সার্পোট দিতে পারবে না। তোমাকে দাঁড়াতে হবে। সে দাঁড়ানোর সময় এখনি। সুতরাং তোমরা যারা আজকে এখানে তরুণ আছো, তোমাদের প্রতি আমার মিনতি বাসায় বসে,মাথা ঠান্ডা করে বল, আমি পারবো। আমরা অনেক মানুষ এখানে তৈরি হয়েছি। যে যেখানে পারি, যতটুকু পারি সহায়তা করার চেষ্টা করবো। আজকে এদেশের প্রধানমন্ত্রী আমাদের কাছে সবচেয়ে বির্তকের উর্ধ্বে একজন মানুষ। একজন মা যে দায়িত্ব আমাকে দিয়েছেন। সেটা অনেক বড় দায়িত্ব ঢাকা শহরকে বদলে ফেলার। সে ঢাকা শহরকে আমরা বদলে ফেলছি।
অনুষ্ঠিত আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর-সুবর্নচর আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সেক্রেটারি একরামুল করিম চৌধুরী, সোনাইমুড়ি-চাটখিল আসনের এমপি এইচ এম ইব্রাহিম, বেগমগঞ্জ আসনের এমপি মামুনুর রশিদ কিরণ, হাতিয়া আসনের এমপি আয়েশা ফেরদৌস আলী, ফেনী সদর আসনের এমপি নিজাম হাজারী, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ডা. জাফর উল্লাহ, জেলা-উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগি সংগঠনের নেতৃত্ববৃন্দ।
জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/২৪ সেপ্টেম্বর ২০১৬
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply