147462193220160923092524

ভারতের ঝাড়খণ্ডের প্রধান শহর রাঁচির ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস-এ থালা নেই বলে মাটিতে বেড়ে ভাত খেতে দেয়া হয়েছে এক রোগিণীকে। পলমতী দেবী নামের এক রোগিণী হাতে ব্যান্ডেজ বেঁধে ওয়ার্ড বয়-এর মাটিতে বেড়ে দেওয়া ভাত, ডাল, সবজি খেতে বাধ্য হয়েছেন।

শুধু তাই-ই নয়; খাবার পরে অসুস্থ পলমতীকেই উচ্ছিষ্ট জায়গা মুছে পরিষ্কার করে দিতে হয়েছে। ভাঙা হাত নিয়ে হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি হন পলমতী। তার কাছে নিজের থালা ছিল না। তিনি থালা চাইলে রান্নাঘরের কর্মীরা একেবারে ধমকে জানিয়ে দেন, `থালা পাওয়া যাবে না`।

হাসপাতালের এক কর্মকর্তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এমন ঘটনা হওয়ার কথা নয়। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। যে বা যারা মাটিতে খাবার দিয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।