o-kader-news-23-09-2016-images-1

নিজস্ব প্রতিনিধি:
মন্ত্রী শুক্রবার (২৩ সেপ্টেম্বর ২০১৬) বিকালে নোয়াখালীতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় এই কথা বলেন।

মন্ত্রী বিএনপি উদ্দেশ্য করে বলেন, আজকে বাংলাদেশে আমাদের বিপদ বিরোধী দল। বিরোধী দল এখানে একটা আন্দেলন করে সরকারকে বিছলিত করবে তেমন অবস্থান আজকে বাংলাদেশের রাজনৈতিতে দৃশমান নয়। আমাদের এই বিপদটা কিন্তু প্রকাশ্য নেই। প্রাকাশ্য কারো বিরোধীতা নেই। বিপদটা হচ্ছে গোপনে।

জাতীয় নির্বাচন সম্পর্কে মন্ত্রী আরো বলেন, নেত্রী যাকে চাইবেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা টেকনাফ থেকে তেতুলিয়া, সুনামগঞ্জ থেকে সুন্দরবন এক বাক্য সবাইকে মেনে নিবে। এ ব্যাপরে আমাদের কোন দিদা ও অবকাশ নেই।

বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক একরামুল করিম চৌধুরী , সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন ,সংসদ সদস্য এইচ এম ইব্রহিম সহ নেতৃবৃন্দ।

জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/২৩ সেপ্টেম্বর ২০১৬