_69394_24-06-15_noakhali-senbag_13661
সেনবাগ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে বিবাহ নিবন্ধক ব্যতীত যারা বিবাহ পড়ান এমন ঈমামদের দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করেছেন নোয়াখালী জেলা ইসলামী ফাউন্ডেশন ও সেনাগ উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলমের সভাপতিত্বে ও ইসলামী ফাউন্ডেশ সেনবাগে ফিল্ড সুপারভাইজার রেজাউল করিমের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) বদরে মুনির ফেরদৌস। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানন ও সহকারী কমিশনার (ভ‚মি) ইফতেখারুল আলম প্রমুখ।
কর্মশালা শেষে নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) উ¤œুক্ত আলোচনায় কাজীরা অভিযোগ করেন। কিছু অভিভাবক তাদের সন্তানদের নোটারী পাবলিকের নামে অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েদের বাল্যদিয়ে দেন। যার সহযোগীতা করেন জেলা শহরের কোট এলাকার একজন নিকাহ্ রেজিস্ট্রার বা কাজী । জেলা প্রশাসক তার বক্তব্যে কোন ভাবেই যেন বাল্য বিবাহ পড়ানো ও রেজিস্ট্রি না করা হয় সেদিকে সকলকে নজর দেওয়ার জন্য অনুৃরোধ জানান।