fb_img_1474507070838

নিজস্ব প্রতিনিধি:

নোয়াখালীর প্রবীণ সাংবাদিক, চ্যানেল আই ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি বিজন সেন (৬১) আর নেই।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে জেলা শহর মাইজদীর হাউজিং এস্টেটের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজন সেন দীর্ঘ দিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মাইজদী হাউজিং এস্টেটের বাসিন্দা সাংবাদিক বিজন সেন মৃত মধুসুদন সেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্যক আত্মীয়-স্বজন এবং গুণগাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী প্রেসক্লাবের পক্ষে সভাপতি আলমগীর ইউসুফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ গভীর শোক জানিয়েছেন।