সারাবিশ্ব | তারিখঃ September 20th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 507 বার

-
২০ সেপ্টেম্বর ২০১৬

পৃথিবীর প্রাচীনতম একজোড়া বড়শির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা।
জাপানের ওকিনাওয়া দ্বীপের একটি গুহায় মাছ ধরার এই বড়শিটি পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, জোড়া বড়শিটি প্রায় ২৩ হাজার বছরের পুরনো।
সামুদ্রিক শামুকের খোলস কেটে এই বড়শি বানানো হয়েছে।
ধারণা করা হয় যে এই দ্বীপে ৩০,০০০ বছর আগে মানুষের বসবাস শুরু হয়।
কর্মকর্তারা বলছেন, ওই দ্বীপে সম্পদের অভাব সত্ত্বেও শুরুতে লড়াই সংগ্রাম চালিয়ে লোকজন সেখানে টিকে ছিলো।
বিজ্ঞানীরা বলছেন, প্রাচীন এই বড়শিটি থেকে ধারণা করা যায় যে মানুষ আদিকাল থেকেই প্রচুর পরিমাণে সামুদ্রিক প্রযুক্তি ব্যবহার করে আসছে, বিজ্ঞানীরা যা আগে ধারণা করেনি।
বিজ্ঞানীরা বলছেন, মানব সভ্যতার শুরুর দিকে মৎস্য শিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ ছিলো।
তবে এই মাছ ধরার প্রযুক্তি কি ছিলো সেবিষয়ে খুব বেশি জানা ছিলো না।
শুধু ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউ গিনির কোথাও কোথাও এসংক্রান্ত কিছু তথ্য প্রমাণ পাওয়া যায়।
কিন্তু বিজ্ঞানীরা বলছেন, বড়শির এই সন্ধান থেকে বোঝা যায় পৃথিবীর বিভিন্ন এলাকায় মাছ ধরার এসব প্রযুক্তি চালু ছিলো।
এর আগেও এরকম প্রাচীন বড়শি পাওয়া গিয়েছিলো টিমোরে। সেটা ছিলো ১৬,০০০ বছর পুরনো। আর পাপুয়া নিউ গিনিতে যেটা পাওয়া গিয়েছিলো সেটা ছিলো ১৮,০০০ বছরের পুরাতন।
ওই গুহায় বড়শি ছাড়াও প্রাচীন আরো যন্ত্রপাতি পাওয়া গেছে।
বিজ্ঞানীরা বলছেন, ধারণা করা যায় নির্দিষ্ট কিছু মওসুমে লোকজন এসব গুহায় যেতো যখন সেখানে বিশেষ প্রজাতির সুস্বাদু কাঁকড়া পাওয়া যেতো।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply