নোয়াখালী | তারিখঃ September 19th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 281 বার

নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর জাগলারচর এলাকা থেকে অপহৃত ৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় দেশিয় অস্ত্রসহ ৩ জলদস্যুকে আটক করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ডালচর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলো হচ্ছেন- ভোলা জেলার মনপুরা এলাকার বাসিন্দা মো. সেলিম, জাহাঙ্গীর আলম, মো. সুজন, জামাল উদ্দিন, সাহাব উদ্দিন, জালাল উদ্দিন’সহ ৯ জন।
আটককৃতরা হচ্ছেন- হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ২২নং গ্রাম জাবের উদ্দিনের ছেলে আফসার আলী (২০), নলচিরা ইউনিয়নের কলাপাড়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে ছারোয়ার হোসেন বাবুল (২৫) ও চানন্দি ইউনিয়নের নলেরচর গ্রামের আব্দুর রবের ছেলে বোরহান উদ্দিন (২৪)।
জানা গেছে, শনিবার দিবাগত রাতে ভোলার মনপুরা থেকে একটি বোট নিয়ে মাছ ধরতে মেঘনা নদীতে যায় ৯জন জেলে। মাছধরার সময় রো
ববার ভোরে জাগলারচর এলাকায় ৫জনের একদল জলদস্যু তাদের ওপর হামলা চালায়। এসময় দস্যুরা বোট’সহ ৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
পরে খবর পেয়ে হাতিয়া কোস্টগার্ডের একটি তাদের উদ্ধারের জন্য মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে সন্ধ্যার দিকে ডালেরচর এলাকা ৯ জেলেকে উদ্ধার ও ৩ দস্যুকে আটক করে কোস্টগার্ড। এসময় দস্যুদের কাছ থেকে ৩টি বগিদা ও ২টি রামদা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় আটককৃত দস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply