14339793_1192277190811393_1617333440_o
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতি মামলায় ৭বছরের সাজাপ্রাপ্ত আসামী এবং শীর্ষ মাদক ব্যবসায়ী হাসান মাঈন উদ্দিন প্রকাশ খোকন(৩৮)কে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

রবিবার দুপুরে কোম্পানীগঞ্জ থানার এসআই সাইফুদ্দিনের নেতৃত্বে পুলিশ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শফি উল্লাহর ছেলে ডাকাতি মামলায় ৭বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান মাঈন উদ্দিন প্রকাশ খোকন নতুনবাজার, রাস্তার মাথা এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। রবিবার পুলিশ তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে।
কোম্পানীগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক এসআই সাইফুদ্দিন দৈনিক সচিত্র নোয়াখালীকে জানান, সাজাপ্রাপ্ত আসামী মাঈন উদ্দিন হাসান খোকনকে পুলিশ দীর্ঘদিন ধরে খুজতেছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাস্তার মাথা এলাকার নির্ঝর বেকারীর পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।