01

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ঈদ পুনর্মিলনী ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্ত্যব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শাহ্জাহান। প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহজাহান বলেন, বিএনপি নেতা কর্মী ও দেশের আপামর জনগনকে সাথে নিয়ে এ সরকারকে নিরপেক্ষ সরকারের অধিনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সেক্রেটারী হারুন উর রশিদ আজাদ, সদর উপজেলা সভাপতি আবদুর রহমান সহ নেতৃবৃন্দ।
জেলা শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ভোজ অনুষ্ঠানে নোয়াখালী-৪ (সদর-সুবর্নচর) নির্বাচনী এলাকার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যোগ দেয়।