dakwaiti-bg20150619135708
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল নগদ টাকা, স্বর্ণ ও মোবাইলসহ অন্তত ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
রোববার ভোর ৪টার দিকে মির্জানগর গ্রামের তোফায়েল সর্দ্দার বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ১০/১৫ জনের ডাকাতদল তোফায়েল সর্দ্দারের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে ডাকাতদল ঘরে থাকা নগদ ১লাখ টাকা, ২ভরি স্বর্ণ, মোবাইল ও মূল্যবান জিনিস’সহ অন্তত ৩লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ঘরে থাকা লোকজন চিৎকার করলে ডাকাতদল পালিয়ে যায়।
কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/১৮ সেপ্টেম্বর ২০১৬