নোয়াখালী | তারিখঃ September 18th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 280 বার

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর কোজারে পর্যটন কেন্দ্র সি-বীচ এলাকায় প্রেমিকের সাথে ঘুরতে এসে প্রেমিকের সহযোগিতায় এক তরুণী (১৮) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই কিশোরীর প্রেমিককে আটক করেছে।
শনিবার সন্ধ্যায় মুছাপুর কোজার সি-বীচের পাশ্ববর্তী বনের ভিতরে এ ঘটনা ঘটে। ধর্ষিত কিশোরী ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দুধমুখা এলাকার শরীফপুর গ্রামের বাসিন্দা। আটককৃত প্রদীপ শীল (২৮) দুধমুখা এলাকার চন্ডিপুর গ্রামের টি-কেন্দ্র শীলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে দুধমুখা থেকে ওই তরুণী তার বন্ধু প্রদীপ শীলকে নিয়ে মুছাপুর কোজারের সি-বীচ এলাকায় বেড়াতে আসে। সন্ধ্যায় প্রদীপ শীল সু-কৌশলে ভিকটিমকে সি-বীচের পাশ্ববর্তী বনের ভিতরে নিয়ে যায়। পরে প্রদীপের সহযোগিতায় বনের ভিতরে থাকা স্থানীয় জলদস্যু সোহাগ বাহিনীর ৭/৮জন সদস্য মিলে কিশোরীকে গণধর্ষণ করে।
পরে ঘটনাস্থল থেকে ছুঁটে এসে সি-বীচে কর্মরত পুলিশ সদস্যদের বিষয়টি জানায় ভিকটিম। এসময় পুলিশ বন থেকে প্রদীপকে আটক করে ও ভিকটিমকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ ফজলে রাববী জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া পর্যটকদের নিরাপত্তার জন্য মুছাপুর সি-বীচ এলাকায় একজন এএসআই (স্বশস্ত্র) এর নেতৃত্বে ১২জনের পুলিশ ক্যাম্প রয়েছে।
প্রসঙ্গত, জলদস্যু সোহাগ র্যাব’এর বন্দুকযুদ্ধে নিহত জলদস্যু কামরুল হাসান টিপুর ছোট ভাই ও স্থানীয় বাসিন্দা মাওলানা জাহিদুল হকের ছেলে।
জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/১৮ সেপ্টেম্বর ২০১৬
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply