1460721240-copy

নিজস্ব প্রতিনিধি:
একই বাড়ীতে থাকার সুবাদে প্রায় প্রতিনিয়ত সুলতানা আক্তার মনিকে উতক্ত্য করতো বখাটে ইমরান হোসেন। বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে ব্যার্থ হয়ে মনির নাম ও ছবি ব্যবহার করে ফেইসবুকে একটি ভূয়া একাউন্ড (আইডি) তৈরি করে ইমরান।

এরপর থেকে ইমরান ওই ফেইসবুক আইডিতে বিভিন্ন কুরুছিপূর্ণ, অশ্লীল ছবি ও স্ট্যাটাস পোস্ট করতে শুরু করে। এসব ঘটনায় লোক লজ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সুলতানা আক্তার মনি।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মান হাজী বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত সুলতানা আক্তার মনি (১৪) ওই বাড়ীর নুরুল আলম খোকন ড্রাইভারের মেয়ে। সে মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বখাটে ইমরান হোসেন (১৯) একই বাড়ীর আইয়ুব আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, বখাটে ইমরান গত কয়েকদিন আগ থেকে মনির নামে একটি ভ‚য়া ফেইসবুক আইডি খুলে বিভিন্ন ধরণের অশ্লিল ছবি পোস্ট করতে থাকে। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর মনি তার মা লাকী বেগমকে বিষয়টি অবগত করে।

লাকী বেগম বিষয়টি শনিবার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফকে জানায়। তখন তিনি বিষয়টি নিয়ে এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে রোববার বিকেলে বসবেন বলে জানান।

পরে এসব ঘটনায় ক্ষিপ্ত হয়ে বখাটে ইমরান তার সহযোগী মাওলা ও মহিদ্দিনসহ কয়েকজন সুলতানা আক্তার মনিকে নানা ধরনের হুমকী-ধমকী দেয়। আর এসব ঘটনায় রাগে ও অভিমানে পরিবারের লোকজনের অজান্তে রোববার দুপুরে মনি তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ ফজলে রাববী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমরান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/১১ সেপ্টেম্বর ২০১৬