noakhali-preash-news-11-09-2016-1-images

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী বেগমগগঞ্জ উপজেলার সংবাদ সম্মেলনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে কাদিরপুর ইউনিয়নবাসী।

১১ সেপ্টেম্বর রোববার সকালে ইউনিয়ন পরিষদ কার্যলয়ে সর্ব শ্রেনী-পেশার জনগনের পক্ষে সংবাদ সম্মেলন করে ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কদিরপুরে ইউনিয়নের র্শীষ সন্ত্রাসী জাবেদ উদ্দিন সুজন ও তার দুইসহযোগিকে র‌্যাব-১১ অভিযান চালিয়ে গত ০৫ সেপ্টেম্বর অস্ত্রসহ আটক করে। পরে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালত শুনানি শেষে তাকে জেলহাজাতে পাঠায়।

noakhali-preash-news-11-09-2016-2-images

এদিকে গত ৯ সেপ্টেম্বর নোয়াখালী চৌমুহনী প্রেসক্লাবে জাবেদ উদ্দিন সুজন তার স্ত্রী তাজকেরা বেগম সংবাদ সম্মেলন করে তার স্বামীকে ষড়যন্ত্র করা হয়ছে এমন অভিযোগ করে।

নোয়াখালীর পাতা ডেস্ক/নিজস্ব প্রতিনিধি/ ১১ সেপ্টেম্বর ২০১৬