নোয়াখালী | তারিখঃ September 10th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 367 বার

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী: কামারশালার টুং-টাং শব্দে মুখরিত পুরো কামার পল্লী। চলছে শেষ মুহুর্তের ব্যস্ততা। পুরনো সরঞ্জাম ধারালো করতে কিংবা নতুন কোনো সরঞ্জাম কিনতে যেমন ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। উন্নতমানের সব সরঞ্জাম বিক্রি ও অর্ডার মোতাবেক তৈরি করছেন তারা। কেউ কেউ আসছেন পুরনো সরঞ্জামগুলো ধারালো করতে। কয়েকশ’ কামার পরিবার এ সময়টার জন্যই যেন দিন গুনেছিল।
আর মাত্র তিনদিন পরই পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে নোয়াখালীতে কামারশালার ব্যস্ত সময় কাটছে। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে দম ফেলানোর ফুসরত থাকছে না তাদের। বছরের এ সময় দিনরাত কোরবানির পশুর জবাই ও কাটার বিভিন্ন সামগ্রী তৈরি ও সান দিতেই দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের বিখ্যাত কামার পল্লী দত্তবাড়ী, দত্তেরহাট, চৌমুহনীর গোলাবাড়ী, রাজগঞ্জ, ছয়নী, সোনাইমুড়ি, সোনাপুর বাজারসহ শহরের প্রায় প্রতিটি কামার শালায় কামাররা বিরতিহীনভাবে কাজ করছেন।
শহর ছাড়াও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কামারদের কাজের কমতি নেই। ঈদ উপলক্ষ্যে মুসলমানরা কোরবানির পশু জবাইয়ের জন্য দামা, দা, বটিসহ প্রয়োজনীয় সামগ্রী লোনা পানিতে সান দেয়া এবং নতুন কিছু কেনা নিয়ে ব্যস্ত। সে লক্ষে কামাররা ও কোরবানির ঈদ এলে সারা বছরের পুরো অর্থ পুষিয়ে নেন।
নোয়াখালীর সদর উপজেলার দত্তবাড়ীর কামারশালার উত্তম কর্মকার (৫৫) জানান, তিনি দীর্ঘ ৪০ বছর তিনি এ কাজ করে তার জীবিকা নির্বাহ করছেন। তার পরিবারের সদস্যরাও উক্ত কাজ করে জীবিকা নির্বাহ করেন।
এ সময়টা কত টাকা আয় হচ্ছে? প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, শরীর স্বাস্থ্য ভালো থাকলে অন্তত ৪০ হাজার টাকা আয় করতে পারবো।
জিকেরাহাত/নিজস্ব প্রতিনিধি/১০ সেপ্টম্বর ২০১৬
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply