hatia

নিজস্ব প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে সন্ত্রাসী হামলায় আহত মো. আপেল ব্যাপারী (৪২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মো. আপেল ব্যাপারী চরকিং ইউনিয়নের ২২নং গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মালামাল বিক্রি করে আপাজিয়া বাজার থেকে তার বাড়ীতে ফিরছিলেন আপেল ব্যাপারীসহ কয়েকজন। পথে ১০/১৫জনের একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালিয়ে তাদের এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে তাদের সাথে থাকা টাকা লুট করে নিয়ে যায়। এসময় ওই সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপে গুরুত্বর আহত হয় আপেল ব্যাপারী।

পরে স্থানীয় লোকজন আপেল ব্যাপারীকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শুক্রবার রাতে তার অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় নাঈম উদ্দিন, ফাহিম উদ্দিন, মঞ্জু ও ইকবালের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, বিষয়টি আমরা শুনেছি। নিহতের মৃতদেহ বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অভিযোগে ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিকেআটি/নোয়াখালীর পাতা ডেস্ক/১০ সেপ্টেম্বর ২০১৬