senbag-pic

সেনবাগ প্রতিনিধি:
র‌্যালি আলোচনা সভার মধ্যে দিয়ে নোয়াখালীর সেনবাগে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। বৃহষ্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা গণমিলনায়তনের সামনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা এমরান হোসেন, আওয়ামীলীগ নেতা এম দলিলুর রহমান, গোলাম কবির,আলী আক্কাস রতন প্রমুখ্য। এসময় উপজেলার ভিবিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/০৮ সেপ্টম্বর ২০১৬