Noakhali Begumgang TERROR ATOK WITH ARMES Photo07 Sep-1

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় একটি এলজি ও ৬ রাউন্ড গুলিসহ আবু তাহের আবু (২২) নামের এক সন্ত্রাসীকে আটক করে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আমিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত আবু তাহের আবু ছয়ানি এলাকার হেঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রাতে বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিনের নেতৃত্বে আমিরপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় আবু’সহ কয়েকজন সন্ত্রাসী পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর গুলি ছুঁড়ে।

পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা শর্টগানের দুই রাউন্ড গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করে আবু তাহের আবুকে এলজি ও গুলিসহ আটক করে।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন জানান, সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়লে পুলিশও আত্মরক্ষার্থে শর্টগানের দুই রাউন্ড গুলি ছুঁড়ে। আটককৃত সন্ত্রাসী আবুর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/০৭ সেপ্টেম্বর ২০১৬