Untitled-1 copy

নিজস্ব প্রতিনিধি:
দেশ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার দুপুরে নোয়াখালী হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল ও কলেজে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শহর আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, আরো বক্তব্য রাখেন হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম. আব্দুল আলিম ও মাওলানা মুমিনুল হক চৌধুরী প্রমুখ।

বেগমগঞ্জ উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার স্কুল মিলনায়তনে শিক্ষার্থী-শিক্ষক ও অভিবাবকদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রধান শিক্ষক সিরাজুদ্দৌলার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ মনোনীত একলাশপুর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী জেলা কৃষকলীগ নেতা আলমগীর কবির আলো, চৌমুহনী প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন নসু, অত্র স্কুল ও জালাল উদ্দিন কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য বিএনপি নেতা আবু নাছের মামুন, স্কুল ব্যবস্থাপনা কমিটি সদস্য আওয়ামীলীগ নেতা মোছলেউদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ তারেকুজ্জামান, মহিলা সদস্যা জেসমিন আক্তার, সহকারী প্রধান শিক্ষক ছালাউদ্দিন, জাতীয়পার্টি ইউনিয়ন সভাপতি আবদুল গফুর প্রমূখ।

???????????????????????

এদিকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। দুুুপুরে হাতিয়ায় ৩ টি কলেজ ১৭ টি ফাজিল মাদ্রাসা ও ৩২টি হাই স্কুল একযোগে অনুষ্ঠিত হয়।